Bengali Current Affairs - বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই, ২০১৯ সম্পর্কে

Bengali Current Affairs - বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই,  ২০১৯ 





Bengali Current Affairs

বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় জুলাই 11, 2019 । এটি ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয় সচেতনতা সৃষ্টি করে। যেমন- জনসংখ্যা সমস্যা পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, শিশু বিয়ে, মানবাধিকার, স্বাস্থ্য অধিকার, শিশুর স্বাস্থ্য ইত্যাদি হতে পারে। 


হাইলাইট : 

  • এটি 1989 সালে United Nation Development Programme  (UNDP )দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
  • এটি ১১ জুলাই, ১৯৮৭ সালে  উদযাপিত পাঁচ বিলিয়ন দিবসে জনস্বার্থের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এই তারিখে  বিশ্বের জনসংখ্যা পাঁচ বিলিয়ন মানুষ পৌঁছেছিল। 
  • ২০১৯ সালের বিশ্ব জনসংখ্যা দিবসটি জনসংখ্যা ও উন্নয়ন (আইসিপিডি) সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে। 
  • চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং তারপরেই ভারতবর্ষ। 
  • ভারতের ৩৫% জনসংখ্যা,  ৩ রাজ্যের মধ্যে বসবাস করছে- বিহার, উত্তরপ্রদেশ, এবং মহারাষ্ট্র। 
  • পিউ রিসার্চ সেন্টার কর্তৃক প্রদত্ত তথ্যের মতে, ভারত ২১০০ সালে ১৪৫০ মিলিয়ন জনসংখ্যায় সংখ্যায় পৌঁছে যাবে এবং চীনকেও ছাড়িয়ে যাবে। 
  • জাতি সংঘের সাধরন পরিষদ বিশ্ব জনসংখ্যা দিবস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৯৯০ সালে ডিসেম্বরে ৪৫/২১৬ সংশোধনের মাধ্যমে। মূল উদ্দেশ্য জনসংখ্যা বাড়ার সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও তার সাথে পরিবেশ ও উন্নয়নের কী সম্পর্ক তুলে ধরা। 
UNDP সম্পর্কে:
  •  সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, মার্কিন 
  •  প্রতিষ্ঠিত: ২২ নভেম্বর 1965 
  • প্রশাসক:  Achim Steiner 
আরও পড়ুন :
বি:দ্র : পোস্ট টি উপকারী মনে হলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।