Bangla Current Affairs - একনজরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯

Bangla Current Affairs - একনজরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯


GK Today Bengali : ICC Cricket World Cup 2019 ( ODI) জিতল আয়োজক দেশ ইংল্যন্ড। এই প্রথমবার একদিনের  ক্রিকেট বিশ্বকাপ জিতল তারা। এর আগে ইংল্যন্ড ৩ বার ফাইনাল খেলেছিল।  প্রসঙ্গত, ইংল্যন্ড ২০১০ সালে অস্ট্রেলিয়া কে হারিয়ে প্রথমবার T-20 বিশ্বকাপ জিতেছিল।

হাইলাইট
  • তারিখ : ৩০ মে থেকে ১৪ জুলাই।
  • সংষ্করন : ১২ তম
  • প্রশাসক : International Cricket Council
  • ২০১৯ আয়োজক দেশ : ইংল্যন্ড ও ওয়েলশ।
  • ফরম্যাট : একদিনের ক্রিকেট।
  • এবারের চ্যাম্পিয়ন - ইংল্যন্ড
  • রানার'স আপ - নিউজিল্যান্ড।
  • অংশগ্রহনকারী মোট দল - ১০ টি।
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড : কেন উইলিয়ামসন।
  • টুর্নামেন্টে সবথেকে বেশী রান :  রোহিত শর্মা ( ৬৪৮)
  • টুর্নামেন্টে সবথেকে বেশী উইকেট : মিচেল স্টার্ক ( ২৭ টি)
  • ফাইনাল ম্যাচের সেরা - বেন স্টোকস।
  • ফাইনাল খেলা অনুষ্টিত হয় : লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
  • ইংল্যন্ড দলের ক্যাপ্টেন - ইয়ন মরগ্যান
  • নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন - কেন উইলিয়ামসন।
ICC সম্পর্কে

ICC পুরো নাম  - Inter National Cricket Council
Motto - Cricket For Good
স্থাপিত - ১৯০৯ সালের ১৫ জুন। প্রথমে নাম ছিল Imperial Cricket Conference ( ১৯০৯ - ১৯৬৫)। তারপর International Cricket Conference ( ১৯৬৫ - ১৯৮৯)।  বর্তমানে International Cricket Council ( ১০৮৯ -  এখনও অবধি)
হেড কোয়ার্টার - দুবাই।
সদস্য সংখ্যা - ১০৫ টি
অফিসিয়াল ভাষা - ইংরাজী
চেয়ারম্যান - শশাঙ্ক মনোহর
CEO -  Manu Sawhney.


আরও পড়ুন :
বি:দ্র : পোস্ট টি উপকারী মনে হলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।