West Bengal Bana Sahayak Interview GK 2020 | GKToday Bengali

Dear Aspirants Welcome to my GKToday Bengali Blog. Today I am sharing with you, West Bengal Bana Sahayak Interview GK Question with Answer. I am providing Bengali Question Answer for the West Bengal Bana Sahayak Interview. 

GK For Competitive Exam in Bengali available here. Lots of Aspirants are waiting for Bana Sahayak Exam. they are looking for the Special Interview GK. So here, you can get the Bengali Short Question and Answer. 


Bana Sahayak Interview GK

Bana Sahayak Interview GK 2020

West Bengal Bana Sahayak Interview Special General Knowledge Question Answer in Bengali version below here. Aspirants are requested to read this article carefully - 

১। বসুন্ধরা দিবস কবে পালিত হয় - ২২ এপ্রিল।

২। কালো হরিন কোন অভয়ারন্যে পাওয়া যায় - দাচিগ্রাম।

৩। শহরাঞ্চলে জীব বৈচিত্র নষ্ট হওয়ার প্রধান কারন কী - জলাভূমি কমে যাওয়া।

৪। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি - জিম করবেট। 

৫। বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত - পশ্চিমবঙ্গ।

৬। UNESCO মানুষ ও জীব মন্ডল কর্মসূচী গ্রহন করে কত সালে - ১৯৭১ সালে।

৭। সুন্দরবনের কুমীর প্রকল্প কোথায় অবস্থিত - ভগবতপুর।

৮। নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত - মেঘালয়।

৯। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য কোনটি - সুন্দরবন।

১০। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় - ৫ জুন।

১১। ভারতের বন গভেষনাগার কোথায় অবস্থিত - দেরাদুনে। 

১২। রিও ডি জেনোরো তে বসুন্ধরা সন্মেলন হয় কত সালে - ১৯৯২ সালে। 

১৩। ভারতে জীব বৈচিত্র আইন প্রনয়ন হয় কত সালে - ২০০২ সালে।

১৪। Vally Of Flowers কোথায় অবস্থিত - উত্তরাখন্ডে।

১৫। ভারতের ব্যঘ্র প্রকল্প কত সালে তৈরী হয় - ১৯৭৩। 

👨বনসহায়ক ইন্টারভিউ প্রশ্নত্তোর পরবর্তী পর্বের জন্যে আমার এই ওয়েব সাইট টি নিয়মিত ভিজিট করুন।