রাজ্যের এই দুটি জেলায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল - West Bengal Govt Jobs

রাজ্যের এই দুটি জেলায় নতুন  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল - West Bengal Govt Jobs

West Bengal Govt Jobs


West Bengal Govt Jobs 2019 :  রাজ্যের পুরুলিয়া ও কোচবিহার জেলায় রুপশ্রী প্রকল্পে অ্যাকান্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর [Accountant And Data Entry Operator Job 2019] পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরী হবে চুক্তি ভিত্তিতে। চাকরীর শর্ট  ডিটেইলস নিন্মে দেওয়া হল।

পুরুলিয়া জেলার বিজ্ঞপ্তি ডিটেইলস : [West Bengal Govt Jobs]

  • মোট শূন্যপদ - ২৭ ( অ্যাকাউন্ট্যান্ট - ৪ টি ও ডাটা এন্ট্রি পদে - ২৩ টি) 
  • বয়সসীমা - ০১/০১/২০১৯ তারিখ অনুৃযায়ী ৪০ বছরের মধ্যে বয়েস হতে হবে। ( SC/ST ও অনান্য রা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন)
  • যোগ্যতা - অ্যাকাউন্ট পদের জন্যে কমার্স গ্রাজুয়েট ও কম্পিউটার নলেজ। সাথে ৩ বছরের অভিজ্ঞতা। ডাটা এন্ট্রি পদের জন্যে যেকোনো শাখায় গ্রাজুয়েট ও কম্পিউটার নলেজ। সাথে ১ বছরের অভিজ্ঞতা।

আবেদন করতে হবে অনলাইনে।  এবং প্রার্থীকে পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  আবেদন করার শেষ তারিখ ২১/০৬/২০১৯ ।
আরও ডিটেইলসে জানতে নীচ থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে নিন।

  • অফিসিয়াল নোটিস - ক্লিক করুন।
  • অনলাইন আবেদন করুন - ক্লিক করুন।

কোচবিহার জেলায়  নিয়োগের বিজ্ঞপ্তির শর্ট ডিটেলস :

  • মোট শূন্যপদ - ২৩ ( অ্যাকাউন্ট্যান্ট - ৬ টি ও ডাটা এন্ট্রি পদে - ১৮ টি) 
  • বয়সসীমা -  দুই পদের ক্ষেত্রেই  ০১/০১/২০১৯ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে বয়েস হতে হবে। ( SC/ST ও অনান্য রা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন)
  • যোগ্যতা - অ্যাকাউন্ট পদের জন্যে কমার্স গ্রাজুয়েট ও কম্পিউটার নলেজ। সাথে ৩ বছরের অভিজ্ঞতা। ডাটা এন্ট্রি পদের জন্যে যেকোনো শাখায় গ্রাজুয়েট ও কম্পিউটার নলেজ। সাথে ১ বছরের অভিজ্ঞতা।

আবেদনকারী কে অবশ্যই কোচবিহারের বাসিন্দা হতে হবে। আবেদন করতে পারবেন অফলাইনে। আবেদন করার শেষ তারিখ - ০৭/০৬/২০১৯।  নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে সেটিকে শুধুমাত্র  ইমেল করে জমা দিতে হবে।
ইমেল অ্যাড্রেস - rupashreeexam2019@gmail.com
আবেদন ফর্ম পাবেন অফিসিয়াল নোটিসের সাথে।

অফিসিয়াল নোটিস ডাউনলোড - ক্লিক করুন।