PSC Clerkship General Awareness in Bengali GK Test - Day 5


PSC Clerkship General Awareness in Bengali GK Test - Day 5
Looking for PSC Clerkship GK General Awareness? Here is the best place for you. PSC Clerkship GK in Bengali Online test set provided here. PSC Clerkship GK for Preparation 2019. PSC Clerkship GK online test. PSC clerkship gk in Bengali.


PSC Clerkship GK

অনলাইন টেস্ট কেন দেবেন? 
  • আপনার প্রস্তুতি কতটা হয়েছে, জানার জন্যে।
  • পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানতে পারবেন।
  • প্রতিদিন এই সাইটে এসে মকটেস্ট দিলে আপনার প্রস্তুতির রিভাইসড হয়ে যাবে।
'Test Book Bengali' এর টেস্ট কেন দেবেন?
  • এখানে সিলেবাস অনুসারে মডেল প্রশ্নের মকটেস্ট নেওয়া হয়।
  • প্রতিদিন যখন ইচ্ছে টেস্ট দিতে পারবেন।
  • পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন প্রশ্নের টেস্ট দেওয়া হয়।
  • আমাদের অনলাইন টেস্ট সিরিজ সম্পুর্ণ ফ্রী।
কিভাবে টেস্ট দেবেন?
প্রতিটি প্রশ্নের অপসন সিলেক্ট করে 'Submit Answer' বাটনে ক্লিক করুন। যদি সঠিক হয়, 'Correct Answer' দেখাবে, এবং ভুল হলে 'Incorrect Answer' দেখাবে। সঠিক উত্তর জানতে প্রতি অপসন সিলেক্ট করে করে, 'Submit Answer' বাটন প্রেস করে চেক করুন।এখন জেনে নিই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস -
  • ইংরাজী - ৩০ নম্বর।
  • অংক - ৩০ নম্বর।
  • জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফের্য়াস - ৪০ নম্বর।
বি:দ্র : পোস্ট টি  শেয়ার করে,আমাদের উৎসাহিত করুন।অনিচ্ছাকৃত কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে, কমেন্টে সঠিক উত্তর লিখবেন।


PSC Clerkship General Awareness in Bengali - Day 5

1. প্রথম কুমারগুপ্ত কার পুত্র ছিলেন -
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. সমুদ্রগুপ্ত।
C. প্রথম জীবিতগুপ্ত।
D. এদের কেউ নন।

2. কোন যুদ্ধে জয়লাভের পর বাবর 'কালান্দর' উপাধি নেন -

A. পানিপথের প্রথম যুদ্ধ
B. খানুয়ার যুদ্ধ।
C. চান্দেরির যুদ্ধ।
D. ঘর্ঘরার যুদ্ধ।

3. আকবরের অভিভাবক কে ছিলেন-

A. উলুগ খাঁ।
B. বৈরাম খাঁ।
C. জুনা খাঁ।
D. এরা কেউ নন।

4. পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পায়াস কার আমলে ভারতে আসেন -

A. অচ্যুৎ রায়।
B. প্রথম রাজেন্দ্র চোল।
C. কৃষ্ণদেব রায়।
D. এদের কেউ নন।

5. স্কটিস চার্চ কলেজের প্রতিষ্টতা কে -

A. ডেভিড হেয়ার।
B. চার্লস উড।
C. আলেকজান্ডার ডাফ।
D. চালর্স গ্রান্ট।

6. বংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদ পত্র কোনটি-

A. সমাচার দর্পন।
B. সংবাদ কৌমুদী।
C. সংবাদ প্রভাকর।
D. কোনোটিই নয়।

7. স্যার ক্রিপসের প্রস্তাবের মধ্যে কোনটি সঠিক-

A. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভারতবাসী কে সংবিধান রচনার সুযোগ দেওয়া হবে।।
B. ভারতবাসী কে সায়ত্বশাসন দেওয়া হবে।
C. ভারতের নেতৃবৃন্দের দাবি ২/৩ অংশ পূরনের প্রস্তাব গ্রহন।
D. উপরের সবগুলিই।

8. 'ঘেরওয়ার' কাদের আদি নাম -

A. কোলদের ।
B. ভিলদের।
C. সাঁওতাল দের
D. মুন্ডা দের

9. পৃথিবীর কোন দেশ কে 'পৃথিবীর ক্ষুদ্র প্রতিরুপ' হিসেবে ধরা হয় -

A. সুইজারল্যান্ড
B. ভারত
C. শ্রীলঙ্কা
D. জাপান

10. ভারতের কোথায় সবথেকে বেশী কাজুবাদামের চাষ হয় -

A. অন্ধ্রপ্রদেশ
B. কেরালা।
C. কর্নাটক ।
D. মহারাস্ট্র।

2 comments: