১০০ Geography GK PDF Bengali | রেলওয়ে ভূগোল প্রশ্নত্তোর | ক্লার্কশিপ জিকে

১০০ Geography GK PDF Bengali | রেলওয়ে ভূগোল প্রশ্নত্তোর | ক্লার্কশিপ জিকে

Geography GK Bengali PDF Provided here. RRB NTPC Geography Question Answer GK PDF in Bengali 2019. Railway Group D GK in Bengali PDF Download Now. PSC General Knowledge Bengali PDF Download Here.

চাকরীর পরীক্ষার জন্যে ১০০ টি ভূগোল প্রশ্নত্তোর পিডিএফ দেওয়া হল। রেলওয়ে গ্রুপ ডি ভূগোল প্রশ্নত্তোর পিডিএফ বই টি ফ্রী তে ডাউনলোড করে নি। PSC Clerkship জেনারেল নলেজ প্রশ্নত্তোর।


কিছু নমুনা প্রশ্নত্তোর দেওয়া হল। সম্পুর্ন পিডিটি নীচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন।


১। কোন রাজ্যের অধিবাসীরা তাদের 'কুভলি পাক' নামে ডাকেন – মণিপুর রাজ্যের মায়েতেসেই অধিবাসীরা।

২। পূর্ব ভারতের কোন রাজ্যকে মণির দেশও ক্ষুদ্র স্বর্গ বলা হয় – মণিপুর।

৩। মুম্বই বন্দর কোন উপকূলে অবস্থিত – কঙ্কন।

৪। এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি– গুজরাতের লাম্বা।

৫। ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোনটি – মিলনাড়ুর মুপান্ডল।

৬।  ভারত থেকে ব্রহ্মদেশ কবে আলাদা হয় – ১৯৩৭ সালে।

৭। কৃষ্ণা নদীর (দক্ষিণ ভারতে) উপনদী কী কী – তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসী ও ভীমা।

৮। বিশ্বের বৃহত্তম আম উৎপাদনকারী দেশের। নাম কী — ভারত।

 ৯। ত্রিভুবন সড়ক কোথায় অবস্থিত – ভারত ও নেপালের মধ্যে।

১০। কানাড়ী ভাষায় মালাদশব্দের অর্থ কী ?- পাহাড়ী দেশ।

১১। সিন্ধু নদের উপনদী কী কী — বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু।

১২। ভারতে কোন কারখানা থেকে রেললাইন  সরবরাহ হয় – ভিলাই ইস্পাত কারখানা।

১৩। ভারতের কোন রাজ্যে সর্বাধিক আকরিক লােহা আছে – ছত্তিশগড় ও মধ্য প্রদেশ।

১৪। সাইল্যান্ট ভ্যালি কোথায় আছে - কেরলে।

১৫। ভারতের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে – ট্রম্বেতে।

১৬।  অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে — আন্ধ্র প্রদেশ।।

১৭। ভারতের ৩টি কয়লা খনি অঞ্চলের নাম কী – ঝাড়খন্ডের ঝরিয়া, ছত্রিশগড়ের কোরবা, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ।

১৮। OPEC কথাটির পুরাে নাম কী – Organisation of petroleum Exporting 3 Countries.

১৯। ভারতের কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয় – পশ্চিমবঙ্গে।

২০। লৌহ-আকরিক উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম — ছত্রিশগড়।

 ২১। ভারতের একটি বক্সাইট উৎপাদক অঞ্চলের নাম কী-  রাঁচির কাছে লােহারলাগা।

২২। গুজরাতের তৈল শােধনাগার কোনটি - কয়ালি।

২৩। পূর্ব-উপকূলের একটি তৈল শােধনাগারের নাম কী – বিশাখাপত্তনম।

২৪। সাগর সম্রাট আসলে কী – মুম্বাই হাই অঞ্চলে সমুদ্র গর্ভ থেকে তৈলকূপ খননকারী জাহাজ।

২৫। ভারতের কোন রাজ্য সর্বাধিক বক্সাইট  উত্তোলন করে – ওড়িশা।

২৬। ভারতের ৩টি আকরিক-লৌহ উত্তোলক অঞ্চলের নাম কী —ছত্রিশগড়ের বাইলাডিলা,কর্ণাটকের কোমানগুন্ডি, তামিলনাড়ুর সালেম।

২৭। ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদক কেন্দ্রের নাম কী – তামিলনাড়ুর সালেম।

 ২৮।  দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী — কর্ণাটকের শিবসমুদ্রম।

২৯। উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী – উত্তর প্রদেশের হরদুয়ারগঞ্জ।

৩০। একটি লিগনাইট কয়লা খনির নাম কী — তামিলনাড়ুর নেভেলি।

৩১।  ত্রিপুরার একটি তৈলক্ষেত্রের নাম কী – বড়মুড়া।

৩২। ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি– অসমের ডিগবয়।

৩৩। পশ্চিমবঙ্গের একটি তৈল শােধনাগারের নাম কী হলদিয়া।

৩৪। A.O.C. কথাটির পুরাে নাম কী – Assam Oil Company.

 ৩৫। পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কী – জলঢাকা।।

৩৬। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি -- দামােদর উপত্যকা।

৩৭। ভারতের বেশিরভাগ আকরিক লােহা কী প্রকৃতির – হেমাটাইট।

৩৮। ভারতে প্রাপ্ত অভ্রের বেশিরভাগ কোন শ্রেণির - মাসকোভাইট।

৩৯। দুটি ভাসমান তৈল উত্তোলক মঞ্চের নাম কী — সাগর সম্রাট ও সাগর বিকাশ।

৪০। উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দেহ নাম কী - ওবরা।

বি:দ্র: অনুরোধ করব, পোস্টটি নীচের শেয়ার বাটনে গিয়ে সবাই কে শেয়ার করে দেবেন।