230 GK PDF in Bengali | ক্লার্কশিপ জেনারেল নলেজ পিডিএফ | রেল গ্রুপ ডি জিকে PDF

230 GK PDF in Bengali | ক্লার্কশিপ জেনারেল নলেজ পিডিএফ | রেল গ্রুপ ডি জিকে PDF


Hello Readers, Are you looking For GK PDF in Bengali? If yes, Here is the right place for you. PSC Clerkship GK Bengali PDF Download. RRB NTPC Bengali GK PDF. Railway Group D GK Questions Bengali PDF.

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্যে বাংলা জিকে পিডিএফ বই টি ফ্রী তে ডাউনলোড করে নিন। পিএসসি ক্লার্ক শিপ পরীক্ষার জেনারেল নলেজ পিডিএফ।  রেল এনটিপিসি পরীক্ষার ২৩০ জিকে বই বাংলায় ফ্রী ডাউনলোড করুন নীচের লিঙ্ক থেকে।

বইটিতে ইতিহাস প্রশ্নত্তোর, জেনারেল সায়েন্স প্রশ্নত্তোর, জেনারেল নলেজ দিয়ে সাজানো।


কিছু নমুনা প্রশ্ন দেওয়া হল নীচে -

১।দেবী চন্দ্ৰগুপ্তবইটি কার লেখা -  বিশাখদত্ত।
২। কিরাতার্জুনীয়ম কাব্যগ্রন্থটি কার লেখা -ভারবি।
৩।পশু চিকিৎসা গ্ৰন্থ 'অশ্বশাস্ত্র'বইটি কার লেখা -শালিহােত্ৰ।
৪।ঘর্ঘরার যুদ্ধ কবে হয় -  ১৫২৯ সালে।
৫।গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারত। আক্রমণকারী হুণদের কী বলা হত — শ্বেত হুণ।
৬।গ্রন্থসাহিবকে সঙ্কলন করেন — গুরু । অর্জন সিং।
৭।শিবাজীর রাজ্যে অর্থমন্ত্রীকে কী বলা হত – অমাত্য।।
৮।পরিণত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির  বেশিরভাগ গড়ে উঠেছিল কোন-কোন নদনদীর তীরে – সিন্ধু নদ, সরস্বতী নদী ও দৃষবতী নদীর তীরে।
৮। হরপ্পা কোথায় ছিল- ইরাবতী নদীর এক পুরনাে খাতের তীরে।
 ১০।সূত্ৰকথার অর্থ কী - স্মৃতিসহায়ক সংক্ষিপ্ত শব্দসমষ্টি।
১১।ভারতের ইতিহাসে কোন সম্রাট প্রথম রাষ্ট্রের খরচে পশু হাসপাতাল তৈরি করান - সম্রাট অশােক।
 ১২। মুদ্রা ব্যবস্থার একক হিসাবে রুপাের টাকা বা, রুপিয়া চালু হয় কোন সম্রাটের আমলে – শের শাহ সূরী।
১৩। বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন - হাসন।
১৪।কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লেখেন - জহির-উদ-দ্বীন মহম্মদ বাবুর ও নূর-উদ-দ্বীন মহম্মদ জাহাঙ্গীর।
১৫। মহাবীরের স্ত্রীর নাম কী -যশােধরা।
১৬।ভারতে নওরােজউৎসব কে ঢালু। করেন – ইলতুমিস।
১৭। দিল্লি শহর প্রতিষ্ঠায় কার ভূমিকা উল্লেখযােগ্য ছিল - সিকন্দর লােদী।
১৮। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্করের নাম কী – মহাবীর বর্ধমান।
১৯। গান্ধার শিল্প উন্নত হয় কোন আমলে
— কুষাণ যুগে।
২০।জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবরের জন্মস্থান কোথায় - অমরকোট।
২১।উর্দু ভাষায় প্রথম কে কবিতা লেখেন - আমির খসরু।
২২। শের শাহ সূরীর আমলে সংস্কার করা: বাদশাহী সড়কের এখন নাম কী – জি. টি. রােড (গ্র্যান্ড ট্রাঙ্ক রােড)।
২৩।নূর জহাঁর নাম আগে কী ছিল- মেহের-উন্নিসা। (শের আফগানের স্ত্রী মেহের-উন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করার পর তার নাম দেন নূর জহান)।
২৪। দিল্লির লালকেল্লা কে তৈরি করান- শাহ জহাঁ।
২৫।প্রকৃতপক্ষে জৈন ধর্ম শুরু করেন কত তম তীর্থঙ্কর – ত্ৰয়ােবিংশ।

বি:দ্র: অনুরোধ করব, পোস্টটি নীচের শেয়ার বাটনে গিয়ে সবাই কে শেয়ার করে দেবেন।