RRB NTPC Stage I General Awareness Test Bengali - Day 4

RRB NTPC Stage I General Awareness Test Bengali - Day 4

Everyday Boost your Practice with Test Book Bengali. RRB NTPC General Awareness Bengali Online Test here. NTPC GK  Practice set Bengali 2019 provided here. You can everyday Online Test for NTPC Exam on Test Book Bengali.  NTPC General Science Questions Answer in Bengali. General Knowledge Questions Test for RRB NTPC Exam.


অনলাইন টেস্ট কেন দেবেন? 
  • আপনার প্রস্তুতি কতটা হয়েছে, জানার জন্যে।
  • পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানতে পারবেন।
  • প্রতিদিন এই সাইটে এসে মকটেস্ট দিলে আপনার প্রস্তুতির রিভাইসড হয়ে যাবে।
'Test Book Bengali' এর টেস্ট কেন দেবেন?
  • এখানে সিলেবাস অনুসারে মডেল প্রশ্নের মকটেস্ট নেওয়া হয়।
  • প্রতিদিন যখন ইচ্ছে টেস্ট দিতে পারবেন।
  • পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন প্রশ্নের টেস্ট দেওয়া হয়।
  • আমাদের অনলাইন টেস্ট সিরিজ সম্পুর্ণ ফ্রী।
কিভাবে টেস্ট দেবেন?
প্রতিটি প্রশ্নের অপসন সিলেক্ট করে 'Submit Answer' বাটনে ক্লিক করুন। যদি সঠিক হয়, 'Correct Answer' দেখাবে, এবং ভুল হলে 'Incorrect Answer' দেখাবে। সঠিক উত্তর জানতে প্রতি অপসন সিলেক্ট করে করে, 'Submit Answer' বাটন প্রেস করে চেক করুন। এখন জেনে নিই, এনটিপিসি প্রিলি পরীক্ষার সিলেবাস -
  • জেনারল অ্যাওয়ারনেস - ৪০ নম্বর।
  • ম্যাথমেটিক্স - ৩০ নম্বর।
  • জেনারেল ইন্টিলিজেন্স এবং রিজনিং - ৩০ নম্বর।
পরীক্ষার সময় - ৯০ মিনিট

বি:দ্র : পোস্ট টি  শেয়ার করে,আমাদের উৎসাহিত করুন।অনিচ্ছাকৃত কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে, কমেন্টে সঠিক উত্তর লিখবেন।

RRB NTPC Stage I General Awareness Test Bengali - Day 4

1. কলসপত্রী উদ্ভিদ হল -
A. স্বভোজী।
B. পরভোজী।
C. পতঙ্গভুক।
D. অ্যাক্টিনোমোরফিক ।

2. অসমে কালবৈশাখী কি নামে পরিচিত -

A. বরদৈছিয়া
B. লু।
C. আঁধি।
D. কোনোটিই নয়।

3. কোন রাজ্য ভারতের মশলার বাগিচা নামে পরিচিত-

A. কর্নাটক।
B. কেরালা।
C. গুজরাত।
D. মহারাস্ট্র।

4.যারা চোখে দেখতে পায় না তাদের জন্যে কোন দেশ বিশ্বে প্রথম ব্রেইল অ্যাটলাস চালু করেছে -

A. জাপান
B. ফ্রান্স।
C. ভারত
D. চীন

5. কে 'কায়েদ-ই-আজম' নামে পরিচিত?

A. কাফি খান।
B. আব্দুল গফফর খান।
C. আগা খান।
D. মহম্মদ আলি জিন্নাহ।

6.শক্তির একক কী -

A. পাস্কাল।
B. জুল।
C. কিলোগ্রাম।
D. ক্যারেট।

7. লাল লীটমাস কে ক্ষারে ডোবালে কী রঙ হবে -

A. লাল।
B. সবুজ।
C. নীল।
D. সাদা।

8. বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয় -

A. ১৯৭০ ।
B. ১৯৭৩।
C. ১৮৭৫।
D. ১৯৮০।

9. লব্ধ একক নীচের কোনটি -

A. দৈর্ঘ্য
B. ভর।
C. সময়।
D. গতিবেগ।

10. আম্রবৃষ্টি কোন রাজ্যে হয়ে থাকে-

A. পশ্চিমবঙ্গ ।
B. কেরালা।
C. কর্নাটক ।
D. অন্ধপ্রদেশ।