WB TET 2019 Bengali Subject And Grammar GK |WBP Police SI - Day 8

WB TET 2019 Bengali Subject And Grammar GK| WBP Police SI - Day 8

Looking for WB TET 2019 Bengali Subject and Bengali Grammar GK Question with answer daily?    We are sharing with you important Bengali Grammar GK for wb tet 2019 exam. We know you are prepared for wb tet 2019 and Upper Primary TET. So Bengali Grammar is very important for you. Also, Bengali Grammar is very important for West Bengal Sub Inspector Exam.



বন্ধুরা,  ওয়েবসাইটে আপনারা নিয়মিত বাংলা গ্রামার প্রশ্নত্তোর পাবেন যেগুলি প্রাইমারী টেট,  আবগারি পুলিশ সাব ইনসপেক্টর পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন।

আমাদের উদ্দেশ্য ?  

যারা বংলায় চাকরীর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কি পড়বেন বুঝতে পারছেন না, গ্রাম- বাংলায় ছেলে- মেয়েরা স্টাডি মেটিরিয়ালের অভাবে চাকরীর প্রস্তুতি নিতে পারছেন না, তাদের সবার কাছে ইন্টারনেটের মাধ্যমে সঠিক স্টাডি মেটেরিয়ালস পৌঁছে দেওয়া, যাতে কেউ বই এর অভাবে, চাকরীর প্রস্তুতি থেকে বিরত না থাকে।
বি:দ্র : তাই অনুরোধ করব আমাদের পোস্ট গুলি শেয়ার করে সারা বাংলার সেই সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দিন।

Bengali Grammar GK MCQ / বাংলা গ্রামার প্রশ্নত্তোর Day - 8

(১)   নীচের কোন বানান টি সঠিক
Options:
[a]  অন্বেসণ
[b] অন্বেশন
[c]  অন্বেষণ
[d] অন্বেষন


(২)   নীচের কোন প্রবচন টি সঠিক - 
Options:
[a] যেমন বুনো ওল, তেমন পাকা তেঁতুল
[b] যেমন বাঘা ওল তেমন কাঁচা তেতুল
[c]  যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল
[d] যেমন বুনো ওল, তেমন পাকা তেঁতুল।


(৩)  নীচের কোন সন্ধিটি সঠিক 
Options:
[a] রক্ত + অক্ত
[b] রক্ত + ক্ত
[c] র+অক্ত
[d] রক্তক + ত


(৪) কোন প্রত্যয় যোগে 'প্রয়োজনীয়' শব্দটি গঠিত হয়েছে - 
Options:
[a] নীয়
[b] ঈয়
[c] ইয়
[d] জনীয়


(৫)  'দুরারোহ' শব্দের অর্থ কী 
Options:
[a] যা সহজে ওঠা যায়
[b] যেখানে যেতে কষ্ঠ হয় না
[c] সুগম
[d] যাতে আরোহন করা দু:সাধ্য


(৬)  নীচের কোন বানানটি সঠিক  

Options: 
[a] বিশির্ণ
[b] বীশীর্ন
[c] বিশীর্ণ
[d] বিসীর্ন


(৭)  'বায়ু' শব্দের বিশেষন কি -
Options: 
[a] বায়ুমান
[b] বায়ুবীয়
[c] বায়ুময়
[d] বায়স


(৮)  'অমানিশি' শব্দের অর্থ কি - 

Options : 
[a] প্রথম রাত্রি 
[b] শেষ রাত্রি
[c] অমাবস্যার রাত্রি
[d] নিষ্প্রদীপ রাত্রি


(৯)  নীচের কোন বানান টি সঠিক -
Options : 
[a] বিভিসন
[b] বীভীষণ
[c] বিভীষণ
[d] বিভীষন

(১০)  নীচের কোন প্রবন্ধটি সঠিক 
 -
Options : 
[a]  রথ দেখা বাদাম ভাজা বেচা
[b] রথ দেখা আম বেচা
[c] রথ দেখা ফুল বেচা
[d] রথ দেখা কলা বেচা