WB PSC - পিএসসি এর পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ধরা পড়ল

PSC WB News : গত ২৮ এপ্রিল পিএসসি এর জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা ছিল। এবং সেই পরীক্ষায় দুটি ভুল প্রশ্ন ধরা পড়ল। এবং পরীক্ষার্থীদের দাবি কে সঠিক বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, দুটি ভুল প্রশ্নের জন্যে মামলাকারী দের নম্বর দিতে হবে। এবং তারা সেও নম্বর পেয়ে যোগ্যতা অর্জন করে, তাহলে তাদের পরবর্তী পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এবং এই প্রক্রিয়া ৭ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

মামলাকারীদের হয়ে আইনজীবী জানান, আদতে প্রশ্ন দুটি ভুল ছিল।  এই যোগ্য দাবি কে সন্মান জানিয়ে, পাবলিক সার্ভিস কমিশন ( WB PSC)  কে নির্দেশ দিয়েছে আদালত। তবে সমস্ত পরীক্ষার্থীরা এই নম্বর পাবে কিনা, তা পরিষ্কার করে বলা হয় নি।
বি:দ্র: নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটঅ্যাপে শেয়ার করুন।