Railway Group D General Science GK Bengali Test - Day 2

Railway Group D General Science GK Bengali Test - Day 2
Welcome to Test Book Bengali Railway Group D General Science GK Bengali Online Test. RRB Group D Bengali General Science Practice Set 2019. Here, we provided Railway Group D General Science GK in Bengali Test. Every Candidate is requested to attempt Daily Railway Group D General Science GK Bengali Test.

অনলাইন টেস্ট কেন দেবেন? 
  • আপনার প্রস্তুতি কতটা হয়েছে, জানার জন্যে।
  • পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানতে পারবেন।
  • প্রতিদিন এই সাইটে এসে মকটেস্ট দিলে আপনার প্রস্তুতির রিভাইসড হয়ে যাবে।
'Test Book Bengali' এর টেস্ট কেন দেবেন?
  • এখানে সিলেবাস অনুসারে মডেল প্রশ্নের মকটেস্ট নেওয়া হয়।
  • প্রতিদিন যখন ইচ্ছে টেস্ট দিতে পারবেন।
  • পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন প্রশ্নের টেস্ট দেওয়া হয়।
  • আমাদের অনলাইন টেস্ট সিরিজ সম্পুর্ণ ফ্রী।
কিভাবে টেস্ট দেবেন?
প্রতিটি প্রশ্নের অপসন সিলেক্ট করে 'Submit Answer' বাটনে ক্লিক করুন। যদি সঠিক হয়, 'Correct Answer' দেখাবে, এবং ভুল হলে 'Incorrect Answer' দেখাবে। সঠিক উত্তর জানতে প্রতি অপসন সিলেক্ট করে করে, 'Submit Answer' বাটন প্রেস করে চেক করুন। এখন জেনে নিই, এনটিপিসি প্রিলি পরীক্ষার সিলেবাস -
  • জেনারল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফের্য়াস  - ২০ নম্বর।
  • ম্যাথমেটিক্স - ২৫ নম্বর।
  • জেনারেল ইন্টিলিজেন্স এবং রিজনিং - ৩০ নম্বর।
  • জেনারেল সায়েন্স- ২৫
পরীক্ষার সময় - ৯০ মিনিট

বি:দ্র : পোস্ট টি  শেয়ার করে,আমাদের উৎসাহিত করুন।অনিচ্ছাকৃত কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে, কমেন্টে সঠিক উত্তর লিখবেন।


Railway Group D General Science GK Bengali Test - Day 2

1. কোশ বাদের প্রবর্তক কে -
A. রবার্ট হুক
B. স্লেইডেন ও স্বোয়ান
C. ভিরচাউ
D. মেটানিকফ

2. কোশের শক্তিঘর কোনটি -

A. ক্রিস্টা
B. সিলিয়া
C. সাইটোজম
D. মাইটোকন্ড্রিয়া

3. কুনোব্যাঙ কোন শ্রেনীভুক্ত -

A. অ্যাম্ফিবিয়া
B. অস্টিকোথিস
C. কন্ড্রিকোথিস
D. রেপ্টেলিয়া

4. মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি -

A. সেরিবেলাম
B. মেডুলা ওবলংগাটা
C. সেনিব্রাম
D. কোনোটিই নয়

5. মৌলরুপে কোনটি তীব্রতম জারক পদার্থ-

A. ক্লোরিন
B. আয়োডিন
C. ব্রোমিন
D. ফ্লুরোরিন

6. কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরন হয়-

A. সংনমিত গ্যাসের দ্রুত প্রসারন
B. উদ্বায়ী তরলের বাষ্পীভবন
C. ভেতরে জমে থাকা বরফ
D. উপরের কোনটিই নয়

7. জলে তীব্রতম অ্যাসিড কোনটি -

A. HI
B. HBr
C. HF
D. HCL

8. রকেটে ডাই অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয় -

A. জ্বালানি
B. বিজারক
C. জারক
D. কোনটিই নয়

9. সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত -

A. ২৮০
B. ২৩০
C. ২০৬
D. ৩০০

10. 'গ্লুকোমা' মানবদেহের কোন অংশের রোগ -

A. চোখ
B. কান
C. গলা
D. নাক