PSC Clerkship General Awareness in Bengali GK Test - Day 4

PSC Clerkship General Awareness in Bengali GK Test - Day 4
Looking for PSC Clerkship GK General Awareness? Here is the best place for you. PSC Clerkship GK in Bengali Online test set provided here. PSC Clerkship GK for Preparation 2019. PSC Clerkship GK online test. PSC clerkship gk in Bengali.


PSC Clerkship General Awareness in Bengali

অনলাইন টেস্ট কেন দেবেন? 
  • আপনার প্রস্তুতি কতটা হয়েছে, জানার জন্যে।
  • পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে জানতে পারবেন।
  • প্রতিদিন এই সাইটে এসে মকটেস্ট দিলে আপনার প্রস্তুতির রিভাইসড হয়ে যাবে।
'Test Book Bengali' এর টেস্ট কেন দেবেন?
  • এখানে সিলেবাস অনুসারে মডেল প্রশ্নের মকটেস্ট নেওয়া হয়।
  • প্রতিদিন যখন ইচ্ছে টেস্ট দিতে পারবেন।
  • পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন প্রশ্নের টেস্ট দেওয়া হয়।
  • আমাদের অনলাইন টেস্ট সিরিজ সম্পুর্ণ ফ্রী।
কিভাবে টেস্ট দেবেন?
প্রতিটি প্রশ্নের অপসন সিলেক্ট করে 'Submit Answer' বাটনে ক্লিক করুন। যদি সঠিক হয়, 'Correct Answer' দেখাবে, এবং ভুল হলে 'Incorrect Answer' দেখাবে। সঠিক উত্তর জানতে প্রতি অপসন সিলেক্ট করে করে, 'Submit Answer' বাটন প্রেস করে চেক করুন।এখন জেনে নিই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস -
  • ইংরাজী - ৩০ নম্বর।
  • অংক - ৩০ নম্বর।
  • জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফের্য়াস - ৪০ নম্বর।
বি:দ্র : পোস্ট টি  শেয়ার করে,আমাদের উৎসাহিত করুন।অনিচ্ছাকৃত কোনো প্রশ্নের উত্তর ভুল থাকলে, কমেন্টে সঠিক উত্তর লিখবেন।


PSC Clerkship General Awareness in Bengali - Day 4

1. লোকসভার অধিবেশন কে পরিচালনা করেন?
A. মুখ্যমন্ত্রী।
B. স্পিকার।
C. রাজ্যপাল।
D. উপরাস্ট্রপতি ।

2.উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে -

A. মনোস্যাকারাইড রুপে।
B. সেলুলোজ রুপে।
C. শ্বেতসার রুপে।
D. গ্লাইকোজেন রুপে।

3. 'আইলা' কত সালে হয়েছিল বাংলায়?

A. ২০০১।
B. ২০০৭।
C. ২০০৯
D.২০০৮।

4.বাস্কেট বল খেলায় একটি দলে কত জন প্লেয়ার থাকে -

A. ৭ জন।
B. ৫ জন।
C. ৯ জন।
D. ১১ জন।

5. কে সম্প্রতি সেবির (SEBI) চিফ নিযুক্ত হয়েছেন?

A. অজয় ত্যাগি।
B. সৌরভ পাত্র।
C. ব্রিজেস মুখার্জি।
D. ডি আর মাহাতো।

6.ভারতীয় রেনেসাঁসে 'ভোরের শুকতারা' কাকে বলা হয়-

A. রবীন্দ্রনাথ ঠাকুর।
B. রাজা রামমোহন রায়।
C. স্বামী বিবেকানন্দ।
D. গৌতম বুদ্ধ।

7. প্লাটিনাম কে আবিস্কার করেন -

A. হেলিং ব্রান্ড।
B. জে স্ক্যালিগার।
C. ডব্লু জর্জ।
D. অ্যান্টোনিও দ্য উলোয়া।

8.হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান অ্যাশোসিয়েসান কত সালে গঠিত হয় -

A. ১৯২৪ ।
B. ১৯২৬।
C. ১৯২৮।
D. ১৯৩০।

9. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি প্রানী শ্বেতসার নামে পরিচিত -

A. সেলুলোজ।
B. গ্লাইকোজেন।
C. পেসটিন
D. সাইটিন।

10. মকর সংক্রান্তি রেখা নীচের কোনটি-

A. সাড়ে ২৩ ডিগ্রী উ: ।
B. সাড়ে ২৩ ডিগ্রী দ:
C. সাড়ে ৬৬ ডিগ্রী দ: ।
D. কোনোটিই নয়।