GKTODAY BENGALI

পশ্চিম বঙ্গের নতুন রাজ্য পাল? ছ'টি রাজ্যের পরিবর্তিত রাজ্যপাল দের নামের তালিকা

Updated: July 21, 2019

পশ্চিম বঙ্গের নতুন রাজ্য পাল? ছ'টি রাজ্যের পরিবর্তিত রাজ্যপাল দের নামের তালিকা

GK Today Bengali :  পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম ঘোষিত হল। শুধু তাই নয়,  রাস্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি ছ'টি রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষনা করলেন। ডব্লিউবিসিএস, RRB NTPC, Railway Group D,  ICDS সুপারভাইজর,  Police Constable পরীক্ষা সহ আরও বিভিন্ন Competative Exam এ  বিভিন্ন রাজ্যের রাজ্যপালের নাম এসে থাকে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্প্রতি পরিবর্তিত রাজ্যপালের নামের তালিকা এখানে দেওয়া হল।

নতুন পরিবর্তিত রাজ্যপাল তালিকা ( জুলাই, ২০১৯)

  • উত্তর প্রদেশ - আনন্দবীন প্যাটেল।
  • পশ্চিমবঙ্গ - জগদীপ ধানকর। 
  • ত্রিপুরা - রমেশ বেইস।
  • মধ্যপ্রদেশ - লালজী ট্যান্ডন।
  • বিহার - Phagu Chauhan
  • নাগাল্যান্ড - আর.এন. রবি।
  • ছত্রিশগড় - Anusuiya Uikey.
Share on WhatsApp