Daily Current Affairs In Bengali 8th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 8th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.


হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 8th July 2019

১। অরুনাচলপ্রদেশের, ইটানগরে তিনটি স্পোর্টস সেন্টার তৈরী হবে : কেন্দ্র।
২। ১০ তম ' World Tamil Conference' অনুষ্টিত হল চিকাগো তে।
৩। পাকিস্তান বর্ডারে অপারেসন ' Sudarshan' লঞ্চ করল BSF.
৪। কানাডা ওপেন ব্যাডমিন্টন ২০১৯ খেতাব জিতল চায়নার Li Shi Fengeins.
৫। 7th ' Consecutive Germar MotoGP' চ্যাম্পিয়ন হলেন মার্ক মারকুয়েজ।
৬। 'Grand Pix Of Spain' এ সোনার পদক জিতল কুস্তিবীর ভিনেশ ফোগাট ও দিব্যা কাকরান।
৭। প্রয়াত হলেন বিখ্যাত ব্রাজিলীয় সংগীতজ্ঞ ও গান লেখক Joao Gilberto.
৮। মাউন্ট এভারেস্ট 'Cleaning Campaign ' শুরু করল নেপাল।
৯। UNESCO এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা পেল Iraqs Babylon.
১০। FIFA Womens World Cup 2019 জিতল U.S.A
১১। 'By- Cycle Sharing' স্কিম চালু করল পদুচেরী।
১২। ICC Ranking এ আবার প্রথম স্থানে উঠে এল বিরাট কোহলি।
১৩। 'World Youth Cup 2019' প্রতিযোগিতায় ক্যারাটে বিভাগে রুপোর পদক পেল অরিঞ্জিতা দে।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।