Daily Current Affairs In Bengali 7th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 7th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 7th July 2019

১। WEF's Global Lighthouse Network এর অন্তর্ভুক্ত হল TATA Steel Kalinganagar.
২। পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক খুচরো ও MSME ঋন প্রক্রিয়া করার জন্যে 'Cen - MARG' স্থাপন করেছে।
৩। আন্তর্জাতিক ক্লাউড কম্পুটিং চ্যালেঞ্জ ২০১৯ 'World Skill India' লঞ্চ করল NASSCOM & NSDC.
৪। BHEL এর নতুন চেয়ারম্যান ও MD হলেন Dr. Nalin Shinghal.
৫। লন্ডনে ট্যাক্সি বিজনেস করার ছাড়পত্র পেল 'Ola'.
৬। 'World Zoonoes Day' পালিত হল ৬ জুলাই।
৭। বাংলাদেশের ১৮০০ সিভিল সার্ভেন্ট কে মুসৌরী তে ট্রেনিং দেবে ভারত।
৮। বনভূমি বাড়ানোর জন্যে জাপানের 'Miyawaki' পদ্ধতি চালু করল তেলেঙ্গনা সরকার।
৯। খরা মোকাবিলায় নদী সংযুক্তিকরনের প্রকল্প এনেছে মহারাস্ট্র সরকার।
১০। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল পাকিস্তানের শোয়েব মালিক।
১১। ISSF World Cup 2019 এ ১০ মিটার মহিলা এয়ার রাইফেলে সোনা জিতল Elavenil Valarivan.
১২। একটি বিশ্বকাপে সর্বাধিক ৫ টি সেঞ্চুরি করে রেকর্ড করল রোহিত শর্মা।
১৩। Reebok কোম্পানীর ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ক্যাটরিনা কাইফ।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।