10% EWS Quota চালু হতেই, গুজরাটে মেডিকেলে ও ইঞ্জিনিয়ারিং প্রচুর সিট বাড়ল

Testbook Bengali : গুজরাত দেশের মধ্যে প্রথম রাজ্য, যেখানে মেডিকেল সব সমস্ত প্রোফেশনাল কোর্সে 10% EWS quota চালু হল। গুজরাট সরকার গত বুধবার, এই একাডেমিক বর্ষে,  এই সমস্ত প্রোফেশনাল কোর্স গুলিতে ভর্তির জন্যে 10% EWS quota ছাড়পত্র দিয়েছে। এবং তার ফলেই গুজরাটে মেডিকেল [Medical Course],ইঞ্জিনিয়ারিং[Engineering Course] এ ভর্তির সিট এক ধাক্কায় বেড়ে গেল।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি প্যাটেল সাংবাদিক সন্মেলনে বলেন,' ৬,৮০০ নতুন সিট মেডিকেল ও মেডিকেল সংক্রান্ত কোর্সে বেড়েছে। ৪৪,০০০ নতুন সিট বেড়েছে, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার, এবং অনান্য প্রফেশনাল কোর্সে।'

গুজরাটে 10% EWS quota কোটার আরও ডিটেলস :

  • এছাড়া এই ১০% EWS কোটা চালু করার ফলে উচ্চ শিক্ষায় সিট বেড়ে হয়েছে, ৩৮,৬৯৯। বর্তমান সিট ছিল ৩১,৮৯০।
  • গুজরাটে ৭৩ টি ইঞ্জিনিয়ারিং কলেজে ৪২,৬১৭ থেকে সিট বেড়ে হয়েছে ৪৩,২৭০।
  • MBBS Course এর জন্যে নতুন ৯১৪ টি সিট তৈরী হয়েছে।
  • একইভাবে ডেন্টাল আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, নার্সিং, ফিজিওথেরাপি সহ বিভিন্ন কোর্সে সিট বেড়েছে।
  • মোট ৬,৮০৯ টি নতুন সিট তৈরী হয়েছে মেডিকেল ও মেডিকেল সক্রান্ত কোর্সে।
  • প্রায় ৪৪,০০০ নতুন সিট তৈরী হয়েছে ইঞ্জিনিয়ারিং, MBA, MCA,  আর্কিটেকচার প্রভৃতি কোর্সে।
  • 10% কোটা সংরক্ষন হবে মেরিটের ভিত্তিতে এবং যাদের বার্ষিক ইনকাম ৮ লাখের নীচে।
  • প্রত্যেক মেডিকেল কলেজে EWS এর দের জন্যে ৩৫ টি করে সিট থাকবেই।
  • পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন।